রংপুর পীরগঞ্জে জমাজমি নিয়ে দ্বন্দ আহত -১ আটক ২ জন

- আপডেট টাইম : ১০:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
রংপুর পীরগঞ্জ উপজেলায় টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে গত ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১১:০০ ঘটিকার সময় পৈত্রিক বাড়ী ভিটার সম্পত্তি নিয়ে বড় ভাই বাদশার সঙ্গে ছোট ভাই নুরুর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো, এরই জ্বের ধরে উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটির একপর্যায় উত্তেজিত হইয়া বড়ভাই বাদশা এবং তার ছেলে তরিকুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে রোমানের মাথায় আঘাত করিয়া গুরুতর জখম ও রক্তাক্ত করে।
সরেজমিনে গিয়ে জানাযায় গত ২৩ সেপ্টেম্বর বসত বাড়ীর এক কোনায় গরু রাখার জন্য একটি টিনের চালা দেয় নুরু ও তার ছেলে রোমান। উক্ত টিনের চালা দেওয়াকে কেন্দ্র করে পার্শবর্তী বাড়ীর বাদশা মিয়া ও তার ছেলে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করিতে থাকে। রোমান তার বড় চাচাকে বোঝানোর জন্য চেষ্টা করে,কিন্তু পাষান চাচা ও তার ছেলে কথা না শুনেই তাকে মারপিট শুরু করে।
স্হানীয় লোকজন রোমানকে গুরুতর আহত অবস্হায় সিএনজিতে করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্হার অবনতি হইলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করে রেখে পীরগঞ্জ থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তিদের উদ্ধার করে জেলহাযতে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে নুরুজ্জামান মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৫৫।