ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য কামনায় মানববন্ধন
- আপডেট টাইম : ১১:০১:৫৯ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদকঃ গত ২৮শে মে রোজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধার এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য কামনায় মানববন্ধন করেন হাবিল উদ্দিন গংরা,উক্ত মানববন্ধনে হাবিল উদ্দিন বলেন গাজীপুর জেলার কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডের বারেন্ডা মৌজায় তাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি ৩নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস মোল্লা ও তার ভাই সজল মোল্লার যোগসাজশে মাহবুবুর রহমান কৃষ্ণ গোপাল জসীমউদ্দীন গংরা জাল দলিলের মাধ্যমে রাতের অন্ধকারে কয়েক শত সন্ত্রাসী দিয়ে দখল করে এবং ঘুমন্ত অবস্থায় বসতঘরে আগুন ধরিয়ে দেয়,ভূমিদস্যুদের হাত থেকে প্রত্যেক সম্পত্তি উদ্ধারের জন্য গাজীপুর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন মামলা দায়েরের পর বিভিন্ন জাতীয় পত্রিকায় এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ভূমিদস্যু মাহবুবুর রহমান কৃষ্ণ গোপাল আইন-শৃঙ্খলা বাহিনীও সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে হয়রানি করে আসছে.হাবিল উদ্দিন আরো বলেন নিরুপায় হয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জন নেত্রী শেখ হাসিনার কাছে আমরা সাহায্য চাই এই সকল ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধারে করে আমাদের বাপ দাদার সম্পত্তিতে বসবাস করার অধিকার ফিরিয়ে দিবেন,