আজ বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ
- আপডেট টাইম : ১১:২১:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ৩১৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের জন্য স্বাভাবিকের তুলনায় দ্বিগুন লেন বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের জন্য আলাদা দুই লেন করা হয়েছে। তারপও যেন সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর থেকে টোলপ্লাজা পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেলের যাত্রী ও চালকদের। শুক্রবার বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে এ দৃশ্য দেখা গেছে।
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানিয়েছে, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতুতে ৩-৪টি লেন চালু রাখা হয় টোল আদায়ের জন্য। কিন্তু ঈদকে সামনে রেখে এই মহাড়কে প্রায় কয়েকগুণ যানবাহন চলাচল বেড়ে যায়। তাই যানজটমুক্ত রাখতে সেতুতে বাস-ট্রাক, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনের জন্য সাতটি লেনে টোল আদায় করা হচ্ছে।
এছাড়া মোটরসাইকেলের জন্য গোলচত্বর থেকে বাম দিকের রাস্তা দিয়ে আলাদা দুই লেন করা হয়েছে। তারপরও অতিরিক্ত মোটরসাইকেলের কারণে পুরোপুরি লেন দুটি বন্ধ হয়ে গেছে। তবে বিকালে এ চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।