গাজীপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ০১:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ২১৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার:- আশিক।।
গাজীপুরের পুবাইলে এক সপ্তাহের মধ্যে তিনটি ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ৯ সদস্য দের গ্রেফতার করেছে পুলিশ। বিপুল পরিমাণ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। জিএমপির উপ কমিনার মোহাম্মদ ইলতুৎ মিশ গ্রেফতার ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত মাসের শেষ সপ্তাহে জিএপিতে পুবাইল এলাকায় তিনটি ডাকাতি সংগঠিত হয়। সবশেষ ৭ মার্চ পুবাইলেতর তালটিয়া বানিয়াবাড়ি এলাকার হারাধন চন্দ্র শীলের বাড়িতে একদল ডাকাত ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে দেশই অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুটকরে নেয়। পুবাইল থানার ওই ডাকাতি মামলার সুত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ ডাকাত দলের ৯ সদস্য কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে রবি দাস(৪৫), ফারুক (৩৫), ইমন উদ্দি ন(২৯), চন্দন চন্দ্র দাস (৩৬), হাবিবুর (৪৮), রিনা আক্তার(৫০), শিল্পি আক্তার (৩০), নার্গিস আক্তার(২৫) ও জসিম উদ্দি ন(৪৫)। গ্রেফতার কৃতদের বাড়ি দেশে বিভিন্ন জেলায় তারা টঙ্গী ও পুবাইলসহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ভাড়াবাসায় থেকে ডাকাতি করে আসছিল।
অভিযানে ডাকাতিতে লুন্ঠিত একটি ল্যামপটপ, রামদা, মোবাইল, কাওয়াল, ডিএসএলআর ক্যাকমেরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জিএমপি উপ কমিশনার জানান, ডাকাত সদস্যকরা নতুন কৌশলে জেলখানা একে অপরের সাথে পরিচিত হয়ে সঙ্গঠিত হয়ে গাজীপুর সহ পার্শবর্তী জেলাগুলোতে ডাকাতি করতো। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা মামলা রয়েছে।