ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
পাসপোর্টে ফিরল ‘এক্সসেপ্ট ইসরাইল’, যা বললেন সাবেক রাষ্ট্রদূত রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক নব নির্বাচিত হরিরামপুর প্রেসক্লাবের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয় খামেনিকে বাদশাহ সালমানের চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী

ওয়াজ করে দেশ বিদেশে সুনাম অর্জন জুবায়ের আহমাদ তাশরীফ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৩:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ২১৭ ৫০০০.০ বার পাঠক

নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরে জন্ম হাফেজ কারী জুবায়ের আহমাদ তাশরীফের। শিশু থাকা অবস্থায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে নজর কাড়েন। মাঠে ময়দানে ইসলামী সঙ্গীত গেয়ে সুপরিচিত হয়ে ওঠেন। ইসলামের দাওয়াত দিয়ে জনপ্রিয়তাও অর্জন করেছেন তরুণ এই বক্তা।

দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে রয়েছে জুবায়ের আহমাদ তাশরীফের ভক্ত। যারা নিয়মিত তাকে অনুসরণ করেন। ইসলামিক চ্যানেল মুসলিম টিভিসহ অনেক চ্যানেলে রয়েছে তার অসংখ্য তিলাওয়াত নাশিদ ও বক্তব্য।

ইসলামিক নাশিদ পেজ হলিটিউনে রয়েছে তার গাওয়া চমৎকার একটি নাশিদ ‘ও মদিনার মাটি’ ১ কোটিরও বেশিবার দেখা হয়েছে। খুব কম সময়ে খুব সাড়া পড়েছে এ নাশিদটির এছাড়াও বিভিন্ন হামদ নাত রয়েছে তার গাওয়া। কিছু দিনের ভেতরে তার কন্ঠে আরও কিছু মনোমুগ্ধকর নাশিদ বের হবে ইনশাআল্লাহ।

জুবায়ের আহমাদ তাশরীফ বর্তমানে পড়াশোনার পাশাপাশি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার তুরাগের মুহাম্মাদিয়া জামে মসজিদে।

তরুণ বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের Jubayer Ahmad Tasrif নামে ব্যক্তিগত পেইজ রয়াছে রয়েছে যেটিতে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ যুক্ত রয়েছেন। পেজটিতে তার ব্যক্তিগত পোস্ট বয়ান তিলাওয়াত নাশিদ ও লাইভ শেয়ার করেন তিনি।

ছোটবেলা থেকেই সরাসরি মঞ্চে তিলাওয়াত করে আসছেন জুবায়েরআহমাদ তাশরীফ। কেরাত শিখেছেন তার প্রিয় উস্তাদ সারা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র হাফেজ কারী নাজমুল হাসানের কাছ থেকে। এবং ইসলামী সংগীত নিয়ে শানে মাদীনা শিল্পীগোষ্ঠী থেকে আজহার ইবনে রেজার হাত ধরে পথচলা শুরু করেন জুবায়ের আহমাদ তাশরীফ।

এটিএন বাংলা, বৈশাখী টিভি, চ্যানেল ২৪সহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিলাওয়াত করেন ও বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন। রয়েছে অসংখ্য পুরস্কার।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ওয়াজ করে দেশ বিদেশে সুনাম অর্জন জুবায়ের আহমাদ তাশরীফ

আপডেট টাইম : ০৩:০০:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক।।

গাজীপুরে জন্ম হাফেজ কারী জুবায়ের আহমাদ তাশরীফের। শিশু থাকা অবস্থায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে নজর কাড়েন। মাঠে ময়দানে ইসলামী সঙ্গীত গেয়ে সুপরিচিত হয়ে ওঠেন। ইসলামের দাওয়াত দিয়ে জনপ্রিয়তাও অর্জন করেছেন তরুণ এই বক্তা।

দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে রয়েছে জুবায়ের আহমাদ তাশরীফের ভক্ত। যারা নিয়মিত তাকে অনুসরণ করেন। ইসলামিক চ্যানেল মুসলিম টিভিসহ অনেক চ্যানেলে রয়েছে তার অসংখ্য তিলাওয়াত নাশিদ ও বক্তব্য।

ইসলামিক নাশিদ পেজ হলিটিউনে রয়েছে তার গাওয়া চমৎকার একটি নাশিদ ‘ও মদিনার মাটি’ ১ কোটিরও বেশিবার দেখা হয়েছে। খুব কম সময়ে খুব সাড়া পড়েছে এ নাশিদটির এছাড়াও বিভিন্ন হামদ নাত রয়েছে তার গাওয়া। কিছু দিনের ভেতরে তার কন্ঠে আরও কিছু মনোমুগ্ধকর নাশিদ বের হবে ইনশাআল্লাহ।

জুবায়ের আহমাদ তাশরীফ বর্তমানে পড়াশোনার পাশাপাশি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার তুরাগের মুহাম্মাদিয়া জামে মসজিদে।

তরুণ বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের Jubayer Ahmad Tasrif নামে ব্যক্তিগত পেইজ রয়াছে রয়েছে যেটিতে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ যুক্ত রয়েছেন। পেজটিতে তার ব্যক্তিগত পোস্ট বয়ান তিলাওয়াত নাশিদ ও লাইভ শেয়ার করেন তিনি।

ছোটবেলা থেকেই সরাসরি মঞ্চে তিলাওয়াত করে আসছেন জুবায়েরআহমাদ তাশরীফ। কেরাত শিখেছেন তার প্রিয় উস্তাদ সারা বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র হাফেজ কারী নাজমুল হাসানের কাছ থেকে। এবং ইসলামী সংগীত নিয়ে শানে মাদীনা শিল্পীগোষ্ঠী থেকে আজহার ইবনে রেজার হাত ধরে পথচলা শুরু করেন জুবায়ের আহমাদ তাশরীফ।

এটিএন বাংলা, বৈশাখী টিভি, চ্যানেল ২৪সহ দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তিলাওয়াত করেন ও বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন। রয়েছে অসংখ্য পুরস্কার।