ঘুরে আসি বলে মোটরসাইকেল নিয়ে আর ফিরে এলোনা
- আপডেট টাইম : ০৫:২৬:৫৬ অপরাহ্ণ, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
- / ১৯০ ৫০০০.০ বার পাঠক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি।।
ঘুরে আসি বলে এক ব্যবসায়ীর মোটরসাইকেল নিয়ে আর ফিরে আসেনি এক কর্মচারি। তাকেও খুঁজেও পাচ্ছেননা মোটর সাইকেল মালিক। বিশ্বাসের অমর্যদা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে সেই প্রতারক কর্মচারি শান্ত মন্ডল। এমন ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে। শুক্রবার সন্ধ্যায় ঘুরে আসার কথা বলে দিঘা বাজারের মেসার্স ভাই বোন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও পাট ব্যবসায়ী সিরাজুল ইসলামের মোটরসাইকেল নিয়ে লাপাত্তা হয়েছেন শান্ত মন্ডল।
মোটরসাইকেল মালিক সিরাজুল ইসলাম জানান, দিঘা বাজাওে নিজ আড়তে বসে ছিলেন তিনি। এসময় পূর্ব পরিচয়ের সুত্র ধরে পাট বাধাই করা কর্মচারী শান্ত মন্ডল তার আড়তে যান। অনেকদিন পরে দোকানে আসায় তাঁর সাথে চা বিস্কট খান। কিছুক্ষণ পর পাশের গ্রাম থেকে ঘুরে আসার কথা বলে তাঁর ব্যবহৃত (ঢাকা মেট্রো হ-১৯-৫৭৮৭) হিরো মোটরসাইকেলটি চান। কর্মচারি হিসেবে আগের পরিচয়ে সরল বিশ্বাসে তিনি মোটরসাইকেলের চাবি তাকে দিয়ে দেন। শান্ত মন্ডল মোটরসাইকেল চালিয়ে ঘুরতে চলে যান। এর পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সে আর ফিরে আসেনি। এমনকি তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরের আগ পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে অবশেষে বাঘা থানায় অভিযোগ করেন মোটরসাইকেল মালিক সিরাজুল ইসলাম । প্রতারক শান্ত মন্ডল উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের আবদুল হান্নান মন্ডলের ছেলে।
পাট বাধাই কাজের শ্রমিক দলের সর্দার মিনারুল ইসলাম বলেন, শান্ত মন্ডলের নামে এর আগে কোন খারাপ রির্পোট ছিল না। এই ঘটনার পর খোঁজ খবর নিয়ে জানতে পারেন, সপ্তাহ খানেক আগে সে এ ধরণের একটি ঘটনা ঘটিয়েছে। সিরাজুল ইসলাম জানান,শান্ত মন্ডলের বাবা আবদুল হান্নান মন্ডল ছেলের কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করে তার ছেলের বিরুদ্ধে মামলা করতে বলেছেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।##