ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
ভারতের যৌন কর্মীদের শ্রমিকের অধিকার চায়, সাথে নিরাপত্তা ও সামাজিক ন্যায়। রায়পুরে মাদ্রাসারছাত্রীকে অপহরণের পর ধর্ষণনের অভিযোগ কোস্টগার্ড কর্তৃক অবৈধ চিংড়ি রেণু পোনাসহ ০৪ জন আটক নবাবগঞ্জে জাতীয় উদ্যান শালবণে আগুন ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ আজমিরীগঞ্জে সিজার করতে গিয়ে প্রসূতির জরায়ু কেটে দেয়ার ঘটনায় নিউ মেডিল্যাব হাসপাতাল সীলগালা করে দিয়েছে স্বাস্হ্য প্রশাসন আসন্ন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা সভা পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের গণসংযোগ জামালপুরে মাষকলাই ডাল চাষ বৃদ্ধি পেয়েছে আজমিরীগঞ্জ মেডিল্যাব হাসপাতালে সিজার করতে গিয়ে জরায়ু মুখ কেটে ফেলে ডাক্তার

জাহিদকে সালাম দিয়ে কী বললেন ফেরদৌস?

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:০৪:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জানুয়ারি ২০২২
  • ২১৯ ০.০০০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট বিনোদন।।

ছোটপর্দার জনপ্রিয় মুখ জাহিদ হাসান বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের ভোটার। যদিও নাটকের ব্যস্ততায় এফডিসিতে তার যাওয়া হয় না সচরাচর।

তবে শুক্রবার শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন এ অভিনেতা।

আর জাহিদ হাসান দেখেই এফডিসিরি ৯ নম্বর ফ্লোর থেকে দৌড়ে আসেন চিত্রনায়ক ফেরদৌস। এফডিসিতে ঢোকার সময় জাহিদ হাসানের গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়েন ফেরদৌস, লম্বা সালাম দিয়ে কথা বলেন সহাস্যে।

এ দৃশ্য দেখে আশপাশে দাঁড়িয়ে থাকা সংবাদকর্মীরাও ছুটে যান জাহিদ-ফেরদৌসের কাছে। জানতে চান, জাহিদের সঙ্গে কী নিয়ে কথা বলছেন হঠাৎবৃষ্টি খ্যাত তারকা!

গাড়ির গ্লাস খুলে হাসিমুখে ফেরদৌসের সালামের উত্তর দেন জাহিদ হাসান। তখন ফেরদৌস বলেন, ‘জাহিদ ভাই আমার ভালোবাসার মানুষ। ভাইয়ের কাছে আমিও ভালোবাসার মানুষ। ভাই ভোট নয়, জাহিদ ভাই আমাকে ভালোবাসা দেবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া। জয়ী হয়ে জাহিদ ভাইয়ের মতো মানুষদের আমরা সম্মান দিতে চাই। তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।’

জবাবে জাহিদ হাসান বলেন, ‘ছোট ভাই, তোমাদের জন্য আমার ভালোবাসা কোনো দিন ফুরাবে না। এ ভালোবাসা চলবে, চলতেই থাকবে।’

প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে এবার কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন ফেরদৌস। সর্বোচ্চ ভোট পেয়ে জিতেছেন তিনি। ২৪০টি ভোট পেয়েছেন ফেরদৌস।  তার কাছাকাছিও ভোট পাননি ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান ও নিপুণের মতো হেভিওয়েটরা।

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা সওদাগর ১৪৮।  সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬, যেখানে নিপুণের ভোটসংখ্যা ১৬৩।

ভোটসংখ্যায় ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ ভোট।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

ভারতের যৌন কর্মীদের শ্রমিকের অধিকার চায়, সাথে নিরাপত্তা ও সামাজিক ন্যায়।

জাহিদকে সালাম দিয়ে কী বললেন ফেরদৌস?

আপডেট টাইম : ০৭:০৪:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ জানুয়ারি ২০২২

সময়ের কন্ঠ রিপোর্ট বিনোদন।।

ছোটপর্দার জনপ্রিয় মুখ জাহিদ হাসান বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনের ভোটার। যদিও নাটকের ব্যস্ততায় এফডিসিতে তার যাওয়া হয় না সচরাচর।

তবে শুক্রবার শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন এ অভিনেতা।

আর জাহিদ হাসান দেখেই এফডিসিরি ৯ নম্বর ফ্লোর থেকে দৌড়ে আসেন চিত্রনায়ক ফেরদৌস। এফডিসিতে ঢোকার সময় জাহিদ হাসানের গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়েন ফেরদৌস, লম্বা সালাম দিয়ে কথা বলেন সহাস্যে।

এ দৃশ্য দেখে আশপাশে দাঁড়িয়ে থাকা সংবাদকর্মীরাও ছুটে যান জাহিদ-ফেরদৌসের কাছে। জানতে চান, জাহিদের সঙ্গে কী নিয়ে কথা বলছেন হঠাৎবৃষ্টি খ্যাত তারকা!

গাড়ির গ্লাস খুলে হাসিমুখে ফেরদৌসের সালামের উত্তর দেন জাহিদ হাসান। তখন ফেরদৌস বলেন, ‘জাহিদ ভাই আমার ভালোবাসার মানুষ। ভাইয়ের কাছে আমিও ভালোবাসার মানুষ। ভাই ভোট নয়, জাহিদ ভাই আমাকে ভালোবাসা দেবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া। জয়ী হয়ে জাহিদ ভাইয়ের মতো মানুষদের আমরা সম্মান দিতে চাই। তাদের যথাযথ মর্যাদা দিতে চাই।’

জবাবে জাহিদ হাসান বলেন, ‘ছোট ভাই, তোমাদের জন্য আমার ভালোবাসা কোনো দিন ফুরাবে না। এ ভালোবাসা চলবে, চলতেই থাকবে।’

প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে এবার কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন ফেরদৌস। সর্বোচ্চ ভোট পেয়ে জিতেছেন তিনি। ২৪০টি ভোট পেয়েছেন ফেরদৌস।  তার কাছাকাছিও ভোট পাননি ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান ও নিপুণের মতো হেভিওয়েটরা।

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা সওদাগর ১৪৮।  সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬, যেখানে নিপুণের ভোটসংখ্যা ১৬৩।

ভোটসংখ্যায় ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ ভোট।