বেনাপোল বন্দরের অভ্যন্তরে ৪টি বোমা, আতঙ্ক

- আপডেট টাইম : ০৫:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ২৪৯ ৫০০০.০ বার পাঠক
বেনাপোল টিটু প্রতিনিধি।।
বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে ২৪নং শেড থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে বেনাপোল বন্দরের অভ্যন্তরে বোমা রয়েছে- গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ বন্দরের ২৪ নম্বর শেডে অভিযান চালায়। তারা ৪টি বোমা উদ্ধার করে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলো বন্দরের অভ্যন্তরে রেখেছে তা তদন্ত করছে পুলিশ। গোটা বন্দর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, বন্দরের শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। বন্দরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বোমাগুলো রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো নিষ্ক্রিয় করতে সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।