আজমিরীগঞ্জে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস

- আপডেট টাইম : ০৪:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ২১৮ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ মাছ বাঁচলে বাঁচবে দেশ। এই প্রত্যয়কে সামনে নিয়েই জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওড়ের মাছ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে।
সর্বশেষ সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ইউএনও সুলতানা সালেহা সুমী জানান- আশা করি তা কিছুটা হলেও স্বপ্নপূরণে সহায়ক হবে। হাওড়ের মাছ রক্ষায় কারেন্ট জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন কাজ করছে। কারেন্ট জাল ব্যবহার করতে দেওয়া হবে না। করতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ছাড় দেওয়া হবে না কাউকে।তিনি জানান- হাওড়ের দেশীয় নানা প্রজাতির মাছের বংশ বৃদ্ধি করতে সবাই মিলে কাজ করতে হবে। এখানে কেউ কারেন্ট জাল ব্যবহার করতে চাইলে, উপজেলা প্রশাসনকে জানান। মোবাইল কোর্ট চালানো হবে।