রাজশাহীর চারঘাটে ৪শ পিচ ইয়াবাসহ এক এএসআই আটক

- আপডেট টাইম : ০১:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ২৪২ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরোঃরাজশাহীর চারঘাটে ৪শ পিচ ইয়াবাসহ পুলিশের এএসআইকে আটক
করেছে ইউসুফপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )সদস্য। আটককৃত এএসআই নাম পাঞ্জাব আলী। সে বর্তমানে
রাজশাহী জেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছে বলে মডেল থানা পুলিশ জানান।
চারঘাট থানা এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১৬ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল ইউসুফপুর বিওপি সামনে মটরসাইকেল তল্লাশি চালিয়ে
ব্যাগে রাখা ৪শ পিচ ইয়াবা ও মটরসাইকেলসহ এএসআই পাঞ্জাবকে আটক করে চারঘাট মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে ইউসুফপুর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন জানান।
এব্যাপারে ইউসুফপুর বিওপি নায়েক শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য যে, এএসঅঅই পাঞ্জাব ইতিপূর্বে চারঘাট মডেল থানায় কর্মরত ছিলেন। সেই সুবাধে চারঘাট ভাড়া বাসা বাড়ি রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে চারঘাট থেকে রাজশাহী কাঁকনহাট যাওয়ার পথে ইউসুফপুর বিওপি সামনে থেকে মটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
এব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ জাহাঙ্গীর
আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এএসআই পাঞ্জাবকে মাদক মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।