গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা
- আপডেট টাইম : ০৫:৪৫:৩২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০২১
- / ৩০৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর প্রতিনিধি।।
মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’এ প্রতিপাদ্য নিয়ে সোমবার গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মশালা গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এ কর্মশালার আয়োজন করে। সভায় গাজীপুরে করোনায় আক্রান্তের হার ১২.৬২শতাংশ বলে জানানো হয়। আর ডেঙ্গুতে আক্রান্তের সংখা হলো-৩
কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা স্বাস্থ্য সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক ইকবাল আহমদ সরকার, মো. মাজহারুল ইসলাম মাসুম, মো. মুজিবুর রহমান, মাহমুদা সিকদার প্রমুখ।