মাদারীপুরে সমন্বিত সরকারী অফিস ভবন উদ্বোধন – কার্যক্রম শুরুর অপেক্ষায় সংশ্লিষ্টরা
- আপডেট টাইম : ০৭:৪৫:১৪ অপরাহ্ণ, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ৪৪৮ ৫০০০.০ বার পাঠক
এক ছাদের তলায় সকল ধরনের সরকারি সেবা প্রাপ্তির লক্ষ্যে মাদারীপুরে উদ্বোধন করা হয়েছে দেশের সর্বপ্রথম সমন্বিত সরকারী অফিস ভবন। গত ৩রা আগস্ট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে শেষ পর্যায়ের ক্ষুদ্র কিছু কার্যক্রম চলমান আছে যা শেষ হলে দপ্তরগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারবে।মাদারীপুরের শকুনি মৌজার মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ১০ তলা বিশিষ্ট এ ভবনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে নির্মাণ করা হয়েছে। মূলত যে সকল সরকারি অফিসের নিজস্ব ভবন নেই বা যারা ভাড়া বাসায় তাদের অফিসের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তাদেরকেই যাচাই বাছাইয়ের মাধ্যমে বরাদ্দ দেয়া হচ্ছে ভবনটি। যাতে করে জনগণ অতি সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারে। ২০১৬ সালের ডিসেম্বরে শুরু করা এবং কোনটির কাজ শেষ হয় চলতি বছর জুন মাসে। ১০ তলা বিশিষ্ট এ ভবনে চল্লিশটি দপ্তরের স্থান সংকুলান করা হবে।প্রথম চারটি ফ্লোরে ২০০০০ করে মোট ৮০০০০ বর্গফুট আর পরের ৬ টি ফ্লোরে ১৬০০০ করে ৯৬০০০ বর্গফুট অর্থাৎ মোট ১৭৬০০০ বর্গফুট অফিস স্পেস রয়েছে। এর মধ্যে ৩২০০ বর্গফুট জায়গায় মাল্টিপারপাস হলরুম, ক্যান্টিন ও ডে কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। নিচতলায় ১৩ টি ও বেজমেন্টে ৪২ টি সহ মোট ৫৫ টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ৪ টি লিফট, ৪০৯ KVA জেনারেটর, ১২০০ KVA সাবস্টেশন, ৩৫ KW সোলার প্যানেল, সিসিটিভি, পিএ সিস্টেম, রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম ও সবুজায়ন করা হয়েছে। প্রতি তলায় টয়লেট ছাড়াও প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম দের জন্য হুইল চেয়ার এক্সেসিবল টয়লেট রয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম খান বলেন, সারা বাংলাদেশের মধ্যে মাদারীপুরে সর্বপ্রথম সরকারি সম্মনিত অফিস ভবন নির্মাণ করা হয়েছে। ১ একর জায়গার ওপর ভবনটি প্রতিষ্ঠিত। ভবনটিতে সকল ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। মাদারীপুর কে অনুসরণ করে গোপালগঞ্জ মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় এরকম ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, এ ধরনের ভবন প্রতিষ্ঠার ফলে জনগণের ভোগান্তি অনেকাংশে কমবে এবং সেবা প্রাপ্তি নিশ্চিত হবে। ভবনে বরাদ্দ পাওয়া অফিসগুলো বলছে, নতুন ভবনে ওঠার জন্য আমরা প্রস্তুত আছি শেষ পর্যায়ের কাজগুলো সম্পন্ন হলেই আমরা উঠতে পারবো বলে আশা করছি। উল্লেখ্য, মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য, সাবেক নৌ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,শাজাহান খান ২০১২ সালে মাদারীপুর জেলা একটি সমন্বিত সরকারী অফিস ভবন নির্মান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব দেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী প্রস্তাবটি গ্রহণ করেন এবং ২০১৬ সালের মার্চ মাসে একনেক সভায় ভবনটির অনুমোদন দেন।