সংবাদ শিরোনাম ::
ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৬:৪৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ২৫৮ ১৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা বাংলাদেশে আসছে।
আজ মঙ্গলবার (১০ আগস্ট ) বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান।
তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। সকালের মধ্যেই এই টিকা ঢাকায় পৌঁছাবে।
এছাড়া চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন।
প্রসঙ্গত, এর আগেও কয়েক দফায় চীন বাংলাদেশে টিকা পাঠিয়েছে।
আরো খবর.......