ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ঘাড় ধরে তাড়ানো হবে দালাল বিচারকদের ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল বিচারকদের বিরুদ্ধে আইনজীবী নেতৃবৃেন্দর হুশিয়ারী মোংলায় ক্রয়কৃত জমি দখলের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক আওয়ামী জোটের নেতা মেননের ২৫ হাজার কোটি টাকার সম্পদ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফুলবাড়ীতে ইউপি সদস্যদের বিক্ষোভ ও মানববন্ধন ঠাকুরগাঁওয়ে আম্পায়ার এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন এর পরিচিতি সভা হাইকোর্টের ১২ বিচারপতি চিরতরে অবসরে পাঠালেন বিচারকাজে অংশ নিতে পারবেন না আয়নাঘরের মূলহোতা আমি, এসব কিভাবে বানান’ আদালতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা মোংলায় ৫ লক্ষ টাকার ঘের দখলের অভিযোগ

“রাজধানীতে কুকুরের উৎপাত”

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:১৯:০২ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুন ২০২১
  • / ৪৭০ ৫০০০.০ বার পাঠক

সময়ের অনুসন্ধান রিপোর্ট।।

প্রতিদিন বাড়ছে কুকুরের উৎপাত, করে যাচ্ছেন দিনদিন প্রতি বৎসর দেশে কুকুরের কামড়ে  অনেক লোক মারা যায়,আর যারা বেঁচে যায় তারা অনেক টাকার বিনিময় বেঁচে ফিরছে।   অনেক গরীব লোক আছে  যাদের রীতি মধ্যেই খাবার জোটে না, তাদের যখন কুকুরে কামড় দেয় তখন তাদের কি অবস্থা হয়। কুকুর মানুষকে কামড়াচ্ছে রাস্তায ঘাটে নোংরা করছে,চলাচলে বাধা সৃষ্টি করছে এবং রাতের বেলা ১০ থেকে ১২টি  কুকুর একসাথে হয়ে মারামারী ডাকাডাকী ও ঝগড়া করে  এতে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়  সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর রাতে একটু নিরবে ঘুমাবো সেই ঘুম নষ্ট করে দেন এই কুকুর।  আল্লাহ কুরআনে বলেছেন  প্রত্যেকটি প্রাণী এক একটি জাতী, যেমন মশা  মাছি পিঁপড়া  কুকুর বিড়াল ইত্যাদি।  যখন মশা মারছি মারছি হয় তখন আপনারা  কথা বলেন না যখন কুকুর মারা হয়, তখন আপনাদের গায়ে ফোসকা পড়ে। প্রতিদিন কত গরু ছাগল, মহিষ জবাই হচ্ছে তাতে আপনাদের কষ্ট লাগে না যখন কুকুর মারা হয় তখনই আপনাদের কষ্ট লাগে।

অতএব যে প্রাণী কামড় দিলে মানুষ মারা যায় সেই কুকুর না মারার জন্য যারা হাইকোর্টে রিট করেছেন তারা যত লোক কে কুকুরে কামড় দিবে তারা চিকিৎসা দিবে, যত ক্ষতি করবে তারা ক্ষতিপুরণ দিবে এমন কি  তারা রাস্তাঘাটে পরিষ্কার করবেন ও  রাজধানীতে যত কুকুর আছে সব তাদের বাড়িতে নিয়ে রাখবেন।  নয়তোবা উল্টা তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে কুকুর মারার ব্যবস্থা করে রাজধানীর বাসিকে শান্তিতে ঘুমাতে দিন ও মৃত্যুর হাত থেকে বাঁচান প্রমুখ। সময়ের অপরাধে চোখ রাখুন

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

“রাজধানীতে কুকুরের উৎপাত”

আপডেট টাইম : ০৫:১৯:০২ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুন ২০২১

সময়ের অনুসন্ধান রিপোর্ট।।

প্রতিদিন বাড়ছে কুকুরের উৎপাত, করে যাচ্ছেন দিনদিন প্রতি বৎসর দেশে কুকুরের কামড়ে  অনেক লোক মারা যায়,আর যারা বেঁচে যায় তারা অনেক টাকার বিনিময় বেঁচে ফিরছে।   অনেক গরীব লোক আছে  যাদের রীতি মধ্যেই খাবার জোটে না, তাদের যখন কুকুরে কামড় দেয় তখন তাদের কি অবস্থা হয়। কুকুর মানুষকে কামড়াচ্ছে রাস্তায ঘাটে নোংরা করছে,চলাচলে বাধা সৃষ্টি করছে এবং রাতের বেলা ১০ থেকে ১২টি  কুকুর একসাথে হয়ে মারামারী ডাকাডাকী ও ঝগড়া করে  এতে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়  সারাদিন কাজ করে বাড়ি ফেরার পর রাতে একটু নিরবে ঘুমাবো সেই ঘুম নষ্ট করে দেন এই কুকুর।  আল্লাহ কুরআনে বলেছেন  প্রত্যেকটি প্রাণী এক একটি জাতী, যেমন মশা  মাছি পিঁপড়া  কুকুর বিড়াল ইত্যাদি।  যখন মশা মারছি মারছি হয় তখন আপনারা  কথা বলেন না যখন কুকুর মারা হয়, তখন আপনাদের গায়ে ফোসকা পড়ে। প্রতিদিন কত গরু ছাগল, মহিষ জবাই হচ্ছে তাতে আপনাদের কষ্ট লাগে না যখন কুকুর মারা হয় তখনই আপনাদের কষ্ট লাগে।

অতএব যে প্রাণী কামড় দিলে মানুষ মারা যায় সেই কুকুর না মারার জন্য যারা হাইকোর্টে রিট করেছেন তারা যত লোক কে কুকুরে কামড় দিবে তারা চিকিৎসা দিবে, যত ক্ষতি করবে তারা ক্ষতিপুরণ দিবে এমন কি  তারা রাস্তাঘাটে পরিষ্কার করবেন ও  রাজধানীতে যত কুকুর আছে সব তাদের বাড়িতে নিয়ে রাখবেন।  নয়তোবা উল্টা তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে কুকুর মারার ব্যবস্থা করে রাজধানীর বাসিকে শান্তিতে ঘুমাতে দিন ও মৃত্যুর হাত থেকে বাঁচান প্রমুখ। সময়ের অপরাধে চোখ রাখুন