মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পাকা রাস্তার বেহালদশা
- আপডেট টাইম : ০৭:৫২:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ জুন ২০২১
- / ৩০৫ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহাফুজুর রহমান
বিরামপুর উপজেলা প্রতিনিধি দিনাজপুর।
বহুল আকাংখিত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় টাটকপুর ঈদগাঁ হতে শ্রীপুর হয়ে ফুলবাড়ি উপজেলার দৌলতপুর গামী সংযোগকৃত পাকা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শ্রীপুর গ্রামের পশ্চিম পাশদিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীহতে অবৈধ ভাবে বালু উত্তলন করে এই রাস্তা দিয়ে বহন করাই রাস্তা নস্টের মুল কারন।
বর্তমান সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই এলাকার মানুষের বিরামপুর উপজেলা শহরে চলাচলের দুর্ভোগ নিরশনে এই রাস্তাটি পাকাকরন করেন। কিন্তু বাদসেজে বসেন ছোট যমুনা নদী।
নদী থেকে বালু উত্তলন করে মেসি,ট্রাকটর দিয়ে অতিরিক্তভাবে দিবারাত্রী একমাত্র ওই ছোট পাকারাস্তাদিয়ে বহন করার কারনে উক্ত রাস্তা আজ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উক্ত রাস্তাদিয়ে প্রতিনিয়ত অনেক ভ্যান রিক্সা বাইসাইকেল অটোরিকশা চার্জাররিক্সা করে অত্র এলাকার কৃষক গন উৎপাদনকৃত ফসল বিরামপুর বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। রাস্তার এই বেহালদশার কারনে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় পড়ে নস্ট হচ্ছে কৃষকের মুল্যবান ফসল, যার কারনে ক্ষতিগ্রস্ত হয়ে চরম সমস্যায় উপনিত হচ্ছে অসহায় কৃষকগন। এছাড়া যমুনা নদীতে ব্রিজ নির্মান হবার পর ফুলবাড়ি পার্বতীপুর এলাকার মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার সাহেব তার এলাকার ব্রিজ পর্যন্ত রাস্তা পাকাকরন করেন। ব্রিজের পুর্বপাড় হতে দিনাজপুর ৬ আসন, পুর্বপাড়ে শ্রীপুর গ্রামের মধ্যে ৫০০ মিটার কাঁচা রাস্তা যা অদ্যাবধি কাঁচায় রয়ে গেছে।যা বর্ষাকালে সাধারণত জনগনের চলাচলে সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
এই রাস্তাটি জনচলাচলের জন্য উপযোগী করতে হলে প্রথমে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তলন করা বন্দ করা প্রয়োজন। রাস্তা টি পুনসংস্কার করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন জানান এলাকার সাধারণ জনগন।।
মোঃ মাহফুজুর রহমান বিরামপুর উপজেলা প্রতিনিধি দিনাজপুর।