২৩ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ দিন বিদেশে থেকে এ সময় ভৈরবে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভৈরব উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় । এরআগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হয়। র্যালি চলাকালে নেতা-কর্মীরা “তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে”, “তারেক রহমান বীরের বেশে, ফিরবে এবার বাংলাদেশে” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
এর আগে উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন এর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক প্রমুখ। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম, অন্যায় এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন। এটি কোনো সাধারণ ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয় এবং স্বৈরাচারের পরাজয়ের প্রতীক। বক্তারা আরো বলেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের আগামীর স্বপ্নদ্রষ্টা। তাঁর নেতৃত্বে দেশ নতুন করে পুনর্গঠিত হবে এবং জনগণের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
প্রিন্ট
মোঃ জামাল উদ্দিন স্টাফ রিপোটার কিশোর গঞ্জ জেলা। 



















