ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ‘মার্চ উইথ নকিবুল হুদা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী–সমর্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ বর্ণাঢ্য এই সমাবেশে অংশ নেন। পরে একটি বিশাল মিছিল নিয়ে তারা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামের আমির কাজী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম নুর ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন, “বাঞ্ছারামপুর উপজেলাকে ডিজিটাল বাঞ্ছারামপুরে রূপান্তরিত করতে আমাদের ঐক্য জরুরি। আগামীতে নির্বাচিত হতে পারলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ সর্বাত্মক উন্নয়নের উদ্যোগ নেব। রাস্তাঘাটসহ সব উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশসহ বাঞ্ছারামপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@