নির্মিত হতে যাচ্ছে ম্যারাডোনাকে নিয়ে অ্যানিমেশন সিরিজ
সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তারকা ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে একটি অ্যানিমেশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স অ্যানিমেশন। গতকাল এই কিংবদন্তির ৫ম মৃত্যুবার্ষিকীতে এসেছে সেই ঘোষণা।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, তারকার পরিবার-স্বত্বাধিকার প্রতিষ্ঠান সাত্তভিকা এসএ’র কাছ থেকে চরিত্র ব্যবহারের অনুমতি নিয়ে এ পরিকল্পনা এগোচ্ছে। ইতোমধ্যেই চরিত্রটির জন্য আইপি স্বত্ব কিনেছে তারা।
আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ এনে দেয়া ম্যারাডোনার শৈশব থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্পের সবকিছু থাকবে এই একটি সিরিজে। উঠে আসবে ম্যারাডোনার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত লড়াই এবং মাঠের বাইরেও তার সাংস্কৃতিক প্রভাব। নানা নাটকীয়তায় তুলে ধরা হবে তার জীবনী।
ভ্যারাইটি জানাচ্ছে, সিরিজটি এখনো পরিকল্পনাধীন রয়েছে। নির্মাতা দল, প্রচার সংস্থা ও মুক্তির সময়সূচি পরে জানানো হবে আনুষ্ঠানিকভাবে। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টেলিভিশনে প্রচারের লক্ষ্যেই নির্মাণ করা হচ্ছে।
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী শিবাশীষ সরকার বলেন, ‘আমরা চাই ম্যারাডোনার অসাধারণ জীবনযাত্রা অ্যানিমেশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। তার দৃঢ়তা, আবেগ আর সাফল্য খেলাধুলার সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আমরা বিশ্বাস করি, এটি বিশ্বব্যাপী দর্শকদের অনুপ্রাণিত করবে।’
তবে অ্যানিমেশন সিরিজটির নাম ও পরিচালক সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@