রাতে কবর খুঁড়ে মায়ের লাশ ঘরে নিয়ে গেলেন ছেলে!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরী এলাকায় কবরস্থান খুঁড়ে নিজের মায়ের লাশ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখেন ছেলে সজিব। সোমবার লাটি উদ্ধার করে পুনরায় দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুথাজুরী এলাকার আনতাজ আলীর স্ত্রী খোদেজা গত শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কিন্তু রাতের কোনো একসময় সজিব গোপনে কবর খুঁড়ে লাশ তুলে ঘরে নিয়ে আসে। পরে মশারি টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখে মায়ের লাশ। সোমবার সকালে কবরস্থান কবর খোলা দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে স্থানীয়দের সহযোগিতায় সজিবের ঘর থেকে লেপ–কাঁথায় মোড়ানো লাশটি উদ্ধার করে।
এর আগের রাতে সজিব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে ‘মাকে কেন দাফন করা হলো’-এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দাফনকাজে অংশ নেয়া স্বজনদের প্রাণনাশের হুমকি দেন সজিব।
ঘটনা জানাজানি হলে লোকজন ভিড় করে লাশ দেখতে। মামা আব্দুল মান্নান মিয়া বলেন, নেশাসক্ত সজিব আমাকে ফোন করে বলে মাকে কেন মাটি দিলেন। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমরা চরম আতঙ্কে আছি।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অস্বাভাবিক ও মর্মান্তিক। স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ওই কবরেই পুনরায় দাফন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@