পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুরা–ফরিদপুর)
পাবনা-৩ আসনে বহিরাগত প্রার্থী মনোনয়নের সম্ভাবনার বিরুদ্ধে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান দেন—
“বহিরাগত প্রার্থী মানি না”,
“পাবনা-৩ এ স্থানীয় প্রার্থী চাই”,
“দলের পরিচয় নয়, এলাকার মানুষের অধিকার আগে”।
আয়োজকরা বলেন, পাবনা-৩ আসনে বহু যোগ্য স্থানীয় নেতা থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তাদের দাবি, স্থানীয় প্রার্থীই এলাকার সমস্যাগুলো ভালো বোঝেন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—
“এই আসনের ভোটারদের রায় উপেক্ষা করে বহিরাগত কাউকে মনোনয়ন দেওয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@