পাবনার ভাঙ্গুড়ায় চার কলেজছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে স্থানীয় লোকজন আটক করলেও পুলিশ তাঁদের আটক না করে ঘটনাস্থল থেকেই ছেড়ে দিয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ইভটিজারদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া মহল্লার আজমত সদাগরের ছেলে বাহার উদ্দিন (২২)। অপর দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া বাজারে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে আসা তিন বখাটে ভাঙ্গুড়া মহিলা কলেজের চার ছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করেন। বিষয়টি দেখে বাজারের দোকানদার ও স্থানীয় লোকজন তিনজনকে আটক করে খবর দেন পুলিশকে।
অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যস্ততা ও ভিড়ের অজুহাতে অভিযুক্তদের আটকের উদ্যোগ না নিয়ে তাঁদের সেখান থেকে চলে যেতে দেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বখাটে যুবকেরা নিয়মিত বিদ্যালয়–কলেজের সামনে অবস্থান নিয়ে ছাত্রছাত্রীদের উত্ত্যক্ত করে। কিন্তু পুলিশি পদক্ষেপ দুর্বল হওয়ায় তাঁদের দৌরাত্ম্য বাড়ছে।
একজন অভিভাবক বলেন, আমাদের মেয়েরা রাস্তায় চলতে ভয় পায়। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয় ওরা। পুলিশ কঠোর হলে এ সমস্যা কমবে।
ভাঙ্গুড়া পৌরসভার কমিশনার ও বিএনপির নেতা মো. শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, স্কুল-কলেজ ছুটির সময়ে হাসপাতালের সামনে, শিশু কুঞ্জ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিয়মিত উত্পাত করে এসব যুবক। আজও চার ছাত্রীকে ধাক্কা দেওয়া ও শব্দ করে উত্যক্ত করার পর স্থানীয়রা তাঁদের ধরে। কিন্তু পুলিশ গিয়ে নানা রকম হুমকি-ধমকি দিয়ে বখাটেদের ছেড়ে দেয়।
সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজা বলেন, ছাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জরুরি।
তবে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এই বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেদের ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে কোনো অভিযানের জন্য যায়নি। বাজার করার উদ্দেশ্যে যাওয়ার পথে লোকজনের ভিড় দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিল।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, ঘটনা সম্পর্কে কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@