পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে বিএনপির সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন। তিনি স্পষ্টভাবে বলেছেন, “ধানের শীষের বাইরে কেউ যদি নির্বাচন করার চেষ্টা করে, আমরা কোনো কেন্দ্রে তার এজেন্ট দিতে দেব না। ধানের শীষের বাইরে কোনো স্থান নেই।”
শনিবার (২২ নভেম্বর) চাটমোহর বালুচর মাঠে দলের জনসভায় স্বপন এই ঘোষণা দেন। জনসভাটি দলের প্রাথমিক মনোনীত প্রার্থী, কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি অংশ তুহিনকে ‘বহিরাগত’ আখ্যা দিলেও স্বপন তার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দলের ঐক্য রক্ষার বার্তা দেন।
স্বপন দৈনিক সময়ের কন্ঠ কে বলেন, “বিএনপি যেন সবসময় ঐক্যবদ্ধ থাকে, সেটিই আমার লক্ষ্য। বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, স্বপন অভিজ্ঞ রাজনীতিক এবং তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি দাবি করেন, স্বপনের মূল বক্তব্য অন্য প্রসঙ্গে হলেও তা বিকৃতভাবে পরিবেশিত হয়েছে।
এ বিষয়ে বিএনপির প্রাথমিক প্রার্থী হাসান জাফির তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@