গাজীপুরের কাশিমপুর মেট্রোপলিটন থানায় গত ২ নভেম্বর মামলার পরও আসামিদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে গড়িমসি ও ‘আতআতের’ অভিযোগ তুলেছেন বাদী নুর আলম।
অভিযোগে তিনি জানান, পূর্ববর্তী হামলায় তার মাথায় ছয়টি সেলাই লেগেছিল। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি সাইফুল, রাব্বি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। বরং আসামিরা বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
নুর আলম অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন “আসামিদের সঙ্গে আতআতে জড়িত” থাকায় গ্রেফতারে কোনো উদ্যোগ নিচ্ছেন না, ফলে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ বিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে এসআই সুমন বলেন, বিভিন্ন মামলার ব্যস্ততার কারণে সব সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে তিনি অভিযোগের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে রাজি হননি।
অন্যদিকে, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, “অতি দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করা হবে।”
বাদী নুর আলম বলেন, পুলিশের পক্ষপাতিত্বের কারণে তিনি এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@