ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম অভিযোগ করে বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়ে বসেছে যে তারা ক্ষমতায় এসেছে। তিনি বলেন, কেউ যদি আবার নব্য ফ্যাসিবাদের দিকে ঝুঁকে কেন্দ্র দখল ও কারসাজির মাধ্যমে নির্বাচন করতে চায়, তবে তাদের পরিণতি অতীতের ফ্যাসিস্ট শাসকের চেয়েও ভয়াবহ হবে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি সাদিক কায়েম আরোও বলেন, একাধিক নির্বাচনে দেশের তরুণ প্রজন্ম ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ভোটের দিন দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কেন্দ্র পাহারা দিতে হবে।
রাজনীতিতে নৈতিকতা ও জবাবদিহির ঘাটতির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় গেলে অনেক রাজনৈতিক নেতাই জনসাধারণের খোঁজ নেন না। অতীতে দেশের অসৎ রাজনৈতিক চর্চা বাংলাদেশকে বহুবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।Politics
তিনি বলেন, বাংলাদেশের নতুন রাজনীতি হতে হবে সাম্য, ন্যায় ও মানুষের মুক্তির পক্ষে। আমরা এমন রাজনীতি চাই যেখানে গরিবের মর্যাদা রক্ষা পাবে, সামাজিক সমতা প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটবে।
দেশের স্বাস্থ্য খাতের দুরবস্থা নিয়েও হুঁশিয়ারি দেন ভিপি সাদিক কায়েম। তার ভাষায়, চিকিৎসাব্যবস্থা বর্তমানে খুবই কারাপ অবস্থা। দেশের হাসপাতালগুলো সিন্ডিকেটমুক্ত করতে হবে, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় নিশ্চিত করতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণ প্রকৃত মুক্তি পায়নি। যতোদিন ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ততোদিন আমাদের আন্দোলন চলবে, তিনি উল্লেখ করেন। খুনি হাসিনার রাজনীতি এই দেশে আর চলবে না। বাংলাদেশে রাজনীতি করবে তারাই, যারা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী।
গণজমায়েতের সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর মা: বাব্দুল আলিম । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মনোনীত যশোর ২ (চৌগাছা ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
তিনি বলেন আমি আপনাদের সন্তান, আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে এসেছি। মানুষের ভালোর জন্য কাজ করা এবং উন্নয়ন–সম্ভাবনার নতুন দ্বার খুলে দেওয়া এটাই আমার প্রধান লক্ষ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সৎ নেতৃত্ব, ন্যায়ভিত্তিক প্রশাসন ও জনগণের অংশগ্রহণ এই তিনটিই একটি সুখী-সমৃদ্ধ এলাকার ভিত্তি। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিভাজন নয় ঐক্য, অভিযোগ নয় সমাধান, এবং নেতিবাচক রাজনীতি নয় গঠনমূলক ইতিবাচক রাজনীতির ধারায় এগিয়ে যাবো। আমাদের এই অঞ্চলের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও যুব উন্নয়নে এখনও অনেক কাজ বাকি। আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা এগুলোকে আরও গতিশীল এবং মানুষের উপকারে বাস্তব সম্মতভাবে এগিয়ে নেব। জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল ভিত্তি এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ একটি সুশাসিত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ঝিকরগাছা চৌগাছা গড়ে তোলা সম্ভব।Politics
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন, যশোর ১ (শার্শা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আজীজুর রহমান ও যশোর ৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের।
বক্তারা বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং সকল রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সমাবেশে হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা অহিংস গণআন্দোলনের পক্ষে এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিবর্তন চায়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@