আজ ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. দুপুর ১৫.০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল এর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়।
সভায় ম্যাচের দিন স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, ভেন্যুতে প্রবেশ ও নির্গমন পথ, ট্রাফিক ব্যবস্থা, খেলোয়াড় ও ম্যাচ-অফিশিয়ালদের নিরাপত্তা, ভিআইপি মুভমেন্ট, সিসিটিভি মনিটরিং, মাঠ ও গ্যালারি নিরাপত্তা, বোম্ব ডিজপোজাল প্রস্তুতি, বিশেষ শাখার নজরদারি জোরদারসহ সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও দর্শক উপস্থিতি বিবেচনায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, মোবাইল টহল, সাদা পোশাকের পুলিশ কার্যক্রম বৃদ্ধি, জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা এবং স্টেডিয়াম সংলগ্ন সড়কসমূহে যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@