অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত
ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় চমক। চলমান আন্দোলনের শরিক দল, নারী, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি, উপজাতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে যুক্ত করতেই জামায়াত এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। জামায়াতের নির্বাচনি টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে যাতে থাকছে বড় চমক।
ইতঃপূর্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনায় দলীয় একটি সমাবেশে বলেছিলেন, সব ইসলামপন্থিদের এক ছাতার নিচে আনতে জামায়াত প্রয়োজনে ১০০ আসন ছাড় দেবে। তবে ৮ দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। তারা এখন একমত যে, যাকে যে আসনে মনোনয়ন দিলে বিজয়ী হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে। তিনি শরিকদের মধ্যে যে দলেরই হন। সবাই তার জন্য কাজ করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের যুগান্তরকে বলেন, ৮ দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই, তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকেই চূড়ান্ত করবে ৮ দল। ইসলামপন্থিদের বাক্স হবে একটি। শুধু ৮ দল নয়, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা।
সূত্রমতে, জামায়াতের ইতঃপূর্বে ঘোষিত তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকদের জন্য। এর পাশাপাশি অন্তত চারজন সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) জামায়াতের মনোনয়ন পেতে পারেন। সম্প্রতি সমাপ্ত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত তিনজন ভিপি এবং দুজন জিএসসহ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে জামায়াত মনোনয়ন দেওয়ার চিন্তা-ভাবনা করছে। যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখসারির নেতা। এক উপদেষ্টাসহ আরও কয়েকজন সম্মুখসারির জুলাই গণ-অভ্যুত্থানের নেতার জন্য ওইসব আসন ছাড় দিতে পারে জামায়াত। তাদের সঙ্গে জোট করার চিন্তা-ভাবনা থাকলেও যদি জোট না হয় তারপরও কয়েকজনের জন্য আসন ছাড় দিতে পারে জামায়াত।
আরও পড়ুন
প্রার্থী তালিকায় বড় চমক আনছে জামায়াত, আলোচনায় আছেন যারা
প্রার্থী তালিকায় বড় চমক আনছে জামায়াত, আলোচনায় আছেন যারা
জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামায়াত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে-মন্দির পাহারা, পূজার নিরাপত্তা বিধান করাসহ নানা কার্যক্রমের মাধ্যমে। তাদের ধর্মীয় উপাসনালয় এবং জানমালের হেফাজতের জন্য জামায়াতকে তারা বিশ্বাসী মনে করে। এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দিতে পারে দলটি। সেক্ষেত্রে একজন উপজাতি প্রার্থীও হতে পারেন বলে জানা গেছে।
জামায়াতের ইতঃপূর্বে ঘোষিত প্রার্থী তালিকায় কোনো নারী ছিলেন না। জানা গেছে, চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন নারী প্রার্থী হিসাবে যুক্ত হতে পারেন। এসব নারীরা অধিকাংশই উচ্চশিক্ষিত ও সুপরিচিত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচন নির্বাচন
ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন
২০ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত
২০ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম
প্রার্থী তালিকায় বড় চমক আনছে জামায়াত, আলোচনায় আছেন যারা
২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
কোথাও বিরোধ রাখতে চায় না বিএনপি
২০ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম
যশোর-৫ আসন জোটের শরিককে ছাড় দিতে নারাজ বিএনপির তৃণমূল
১৯ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
ঢাকা-৫ আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানা গেল
আরও পড়ুন
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@