আদালতে নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। এবিষয়ে পীরগঞ্জ থানায় মুক্তার আলম নামে এক ব্যক্তি সৈয়দ আবু খায়ের মােহাম্মদ শাকিউল আলম শিশির ও সৈয়দ আবু খায়ের মােঃ জাকিউল আলমের নামে
অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে , তত্কালীন দিনাজপুর জেলার, বর্তমান ঠাকুরগাঁও, পীরগঞ্জ থানার, -জগথা মৌজা
, জেএল নং-৮৩,খতিয়ান নং- এসএ-২১৬, সিএস ১৫৪, দাগ নং-৪৭১, জমির পরিমাণ-৩.৫৬ একর মধ্যে ৫৬ শতক জমি সিএস ও এস,এ রেকর্ড মুক্তার আলমের দাদা মৃত মজিবর রহমানের নামে আছে। সে জমি তিনি উত্তরাধিকারী সূত্রে প্রকৃত মালিক । জমিতে তার ২টি ঘর ছিল সৈয়দ আবু খায়ের মােহাম্মদ শাকিউল আলম শিশির ও সৈয়দ আবু খায়ের মােঃ জাকিউল আলম জমি জবর দখলের উদ্দেশ্যে জমিতে থাকা ঘর ভাঙ্গে আধাপাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন।
অভিযোগ বিষয়ে সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম বলেন, দলিল মুলে ওই জমির প্রকৃত মালিক আমি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। তাছাড়া ওই জমি নিয়ে আদালতের স্থিতাবস্থার আদেশের মেয়াদ শেষ হয়ে গেছে।
উল্লেখ্য ঃ উক্ত জমি নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, ঠাকুরগাঁও-এ ফৌ: কা: বি: ১৪৪ ধারা মতে একটি মােকদ্দমা আনয়ন করেন মুক্তার আলম । যার মােকদ্দমা নং- এম,পি-৩৬০/২০২৫। বিবাদীরা যাহাতে বর্ণিত জমিতে ঘর নির্মাণ কাজ করিতে না পারে তৎমর্মে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। আদালতের আদেশকে অমান্য করে বেআইনীভাবে ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@