ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৫০ বিজিবি)’র মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য, বিপুল সংখ্যক নিষিদ্ধ নেশাজাতক ট্যাবলেট ও চোরাই মটরসাইকেল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের ৩৮১ নং মেইন পিলারের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উদয়পুর মাহাতবস্তিতে অভিযান পরিচালনা করে ৫০ বিজিবি। এসময় ওই ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট, ২টি মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন বালিয়াডাঙ্গী হরিণমারি এলাকার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৩২), মোড়লহাট এলাকার পাড়োয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০), এবং মোড়লবস্তি গ্রামের মৃত সাবের আলীর ছেলে হাকিম (২৪)।
৩ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান,আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা মাদকমুক্ত করতে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@