নিম্ন আয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত দামে চাল ও আটা বিক্রির উদ্দেশ্যে পরিচালিত খাদ্য অধিদপ্তরের ওএমএস (Open Market Sale) প্রকল্পে গাজীপুরের কাশিমপুরে ব্যাপক অনিয়ম দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ—ডিলাররা সরকারি দামের চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে এবং প্রকল্পের সুষম বণ্টন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতি ৫ কেজি চাল ৩০ টাকা এবং ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা। কিন্তু সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেটের ডিলাররা প্রতিবারের মতো ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন—
“সরকার ৩০–২৪ টাকায় দেওয়ার কথা, কিন্তু তারা ৩০–৫০ টাকা বেশি নেয়। লাইনে দাঁড়িয়ে থেকেও কখনো পাই, কখনো পাই না। এটা আমাদের সাথে প্রতিদিন অন্যায়।”
এলাকাবাসীর আরেকটি গুরুতর অভিযোগ হলো—ডিলারদের একটি বিশেষ সিন্ডিকেট গ্রুপ আছে, যারা লাইন ধ’রে না দাঁড়িয়ে ২০–৩০ কেজি বস্তা করে চাল ও আটা তুলে নিয়ে যায়। ফলে সারা দিন অপেক্ষা করা সাধারণ মানুষ তাদের ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে।
একজন নারী ক্রেতা প্রতিবেদককে বলেন—
“আমরা ভোর থেকে লাইনে দাঁড়াই। কিন্তু ডিলারের লোকজন এসে সরাসরি বস্তা নিয়ে চলে যায়। তাদেরকে কেউ কিছু বলে না। এটা সিন্ডিকেট ছাড়া কিছুই না।”
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দেখা গেছে, প্রকল্পের নিয়ম অনুযায়ী—
আগে এলে আগে পাওয়ার নীতি,
জনপ্রতি নির্দিষ্ট বরাদ্দ,
সরকারি দামের কঠোর অনুসরণ,
এবং সুষ্ঠু তদারকি—
এসব কোনো নিয়মই সারদাগঞ্জ এলাকায় যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।
স্থানীয়দের দাবি, প্রকল্পের স্বচ্ছতা রক্ষা এবং নিম্ন আয়ের মানুষের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ভিত্তিতে তদন্ত ও তদারকি প্রয়োজন। তবেই ওএমএস প্রকল্পের উদ্দেশ্য সফল হবে বলে মনে করেন তারা।
সংবাদদাতা: ফারুক আহমদ
কাশিমপুর প্রতিনিধি
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@