ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফায়ার সার্ভিস এলাকায় (১৯ নভেম্বর) দুপুর ১:১৫ মিনিটের দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে ছেড়ে মোত্বাকিন পরিবহনের একটি বাস ইকোটেক্স প্রাইভেট লিমিটেডের সিকিউরিটি সদস্যকে মহাসড়কে চাপ দিয়ে ফেলে রেখে চলে যাওয়ার সময় দ্বায়িত্বে থাকা গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও নাওজোর হাইওয়ে থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় গাড়িটি আটক করে এবং এর আধঘন্টা পূর্বে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাইবান্ধা থেকে ছেড়ে আসা সৈকত পরিবহনের একটি বাস লাগিয়ে দিলে ঘটনাস্থলেই নিহত হন একজন ও একজন মারাত্মক আহত হন। এমতাবস্থায় গাজীপুর ট্রাফিক পুলিশের এ্যাডমিন টি আই শাহাবুদ্দিন ও তাহার নেতৃত্বে একাধিক পুলিশ সদস্যরা ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মান্নান, ওসি অপারেশন জোবায়ের আরও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ দুর্ঘটনার ফলে ইকোটেক্স প্রাইভেট লিমিটেডের কর্মচারীরা এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ করে রাখে। পরে উপস্থিত পুলিশ অফিসারদের অনুরোধে মহাসড়ক ছেড়ে তাদের কর্মস্থলে চলে যায়। তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় মহাসড়ক থেকে ইকোটেক্স প্রাইভেট লিমিটেডের কিছু কর্মচারীরা পরিস্থিতিগুলাটে করার চেষ্টা করলে উপস্থিত পুলিশ অফিসারেরা আবারও অনুরোধ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের এডমিন টি আই মোঃ শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কে যানজট নিরসনে কাজ করেন। তিনি আরও বলেন মোত্বাকিন পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে ইকোটেক্স প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের পারাপারের জন্য দ্বায়িত্বে থাকা ওই কোম্পানিতে কর্মরত সিকিউরিটি সদস্যকে চাপ দিয়ে মহসড়কে ফেলে চলে যাওয়ার সময় গাড়িটিকে আটক করতে সক্ষম হই। এমতাবস্থায় আহত ব্যক্তিকে আশে পাশে থাকা লোকজন উদ্ধার করে সফিপুর তানহা মেডিকেল হাসপাতালে পাঠায়, সেখান তাকে না রাখায় আবার সফিপুর মর্ডান হাসপাতালে নিয়ে যায়, সেখানেও ওই রোগীকে না রাখায় পরে ফজিলাতুন্নেছা হাসপাতালে পাঠিয়ে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করে ২০ মিনিটের মধ্যে মহাসড়কের পরিস্থিতি অনুকূলে আনতে আমরা সক্ষম হই এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থানার ওসি সওগাতুল আলমকে দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস এলাকার দুর্ঘটনায় আমার পুলিশ সদস্যরা কাজ করে খবর পেয়ে সফিপুর এলাকার মহাসড়কে আরেকটি দুর্ঘটনায় যান এবং সফিপুরে ওই দুর্ঘটনায় তাৎক্ষণিক একজন নিহত হন এবং একজন আহত হন বলে তিনি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@