গাজীপুরের কাশিমপুর এলাকায় ডিগ্রিবিহীন এক ব্যক্তির চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মনির মার্কেট–কাজী মার্কেট, সারদাগঞ্জ ৪ নং ওয়ার্ড এলাকায় “বসুনিয়া হোমিও হল” নামের একটি ফার্মেসি ও চেম্বার থেকে মোহাম্মদ জামাল বসুনিয়া (ডাকনাম সেলিম) নামে একজন ব্যক্তি রোগী দেখছেন।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি নিজেকে “ডি এইচ এম এস” ডিগ্রি ধারী হিসেবে পরিচয় দিলেও স্থানীয়রা দাবি করেন, তার চিকিৎসা বিষয়ক কোনো সনদ বা স্বীকৃত ডিগ্রি নেই। এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, ডিগ্রি বা নিবন্ধন ছাড়া চিকিৎসা প্রদান করা আইনের পরিপন্থী হতে পারে, যা স্বাস্থ্যসেবা আইন এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@