গাজীপুর নগরীর কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিএনজি যাত্রী।এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।
(১৫ নভেম্বর) শনিবার ভোর আনুমানিক ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনা ঘটে।নিহত সিএনজি যাত্রীরা হলেন- নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে বকুল মিয়া (৩৫)।আহতরা হলেন- হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)।স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৫ টার সময় অজ্ঞাতনামা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়া নামে সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়।
ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন। কোনাবাড়ী থানা পুলিশ জানায়, নিহত বকুল মিয়া পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@