বাহুবল বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন কাজী ওয়াকিব মিয়া পিতাঃ গোলাম মুকিত। ঘটনা সূত্রে জানা যায় হবিগঞ্জ জেলাধীন বাহুবল বাজারে ১৬/০৬/২০২৫ইং তারিখ রোজ সোমবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় প্রতিদিনের মতই তিনি বাজারে গিয়ে দেখেন কিছু সংখ্যক সন্ত্রাসী তার দোকানের তালা ভেঙ্গে ভিতরে থাকা যাবতীয় মালা মাল নিয়ে যান। এ বিষয় তিনি প্রতিবাদ করতে গেলে তার উপর চড়াও হয়ে তাকে আহত করেন ফরিদ মিয়া পিতাঃ আরশাদ আলী ও মানিক মিয়া পিতাঃ অজ্ঞাত। স্থানীয় সূত্রে জানাযায় বাহুবল বাজারে দীর্ঘ দিন বসবাস ও ব্যবসা করে আসছেন কাজী ওয়াকিব, তার সাথে বিরোধ হয় একই এলাকার বসবাস কারী, আরশাদ আলী ও তার ছেলেদের সাথে যা জর্জ কোটে একট মামলা হয়েছিল মামলার রায়ের কপির ওয়াকিব মিয়ার হাতে আছে, বর্তমানে মামলাটি নিয়ে হায়- কোর্টে চলমান রয়েছে যার (পিটিশন নম্বর – ৫৭৬৫ -২০২৩ইং) মামলা চলাকালীন সময়েও কাজী ওয়াকিব মিয়া কে বিভিন্নভাবে হয়রানি করে আসছে আরশাদ আলীর ছেলে ফরিদ মিয়া ও তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী। সরকারী পট- পরিবর্তনের ফলে ইদানী মাথাচড়া দিয়ে উঠা এক দল সন্ত্রাসী কাজী ওয়াকিব মিয়ার দোকানে থাকা মালামাল লুটপাট করে নেয়। স্থানীয় বরাতে আরো জানা যায় এর আগেও দুবার এমন ঘটনা ঘটে। এমন জঘন্য ঘটনার জন্য কাজী ওয়াকিব মিয়া, এসমস্ত সন্ত্রাসীদের আইনের সাহায্যে তাদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তির দাবী করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@