আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে টঙ্গীতে এক কিশোর গ্যাং গ্রুপের সদস্যের আঙুল কেটে নিয়েছে অন্য গ্রুপের সদস্যরা।
রোববার (৯ নভেম্বর) রাত আটটার দিকে টঙ্গীর ভরান এলাকায় এ ঘটনা ঘটে।
আঙুল বিচ্ছিন্ন হওয়া ওই সদস্যের নাম তাসরিফ (২৫)। এ ঘটনায় একই গ্রুপের অপর দুইজন সদস্য আবির (২৪) ও সিয়াম (২৪) আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত আটটার দিকে টঙ্গী ভরান এলাকায় দুইটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য জড়ো হয়।পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সদস্যদের মাঝে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ‘ভরানের সৈকত বাহিনী’ নামে কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা ‘তাসরিফ বাহিনী’ প্রধান তাসরিফের বাম হাতের চারটি আঙুল কেটে নেয়। এসময় আবির ও সিয়ামকে ধারালো রহস্য দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
ঘটনার একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে আহত ওই তিন তরুণকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক বলেন, রোববার রাতে ধারালো অস্ত্র নিয়ে কিশোর গ্যাং গ্রুপ ‘ভরানের সৈকত বাহিনী’ ও তাসরিফ গ্রুপের সদস্যদের মাঝে সংঘর্ষ বাধে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাসরিফের বাম হাতের কবজি কেটে ফেলার চেষ্টা করে সৈকত বাহিনী সদস্যরা। স্থানীয় লোকজন এগিয়ে গেলে সৈকত বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।
এদিকে রাত সাড়ে নয়টার দিকে একই এলাকায় তাসরিফ বাহিনীর সদস্যরা 'সৈকত বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়ে সিয়াম, শাওন ও সুমন নামে তিনজন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, দুইটি কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দুই দফায় সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@