অদ্য ০৯/১১/২০২৫ ইং তারিখ কোতোয়ালী থানার এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা ও এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১। অর্থঋণ জারী মামলা নং- ২৯৫/২৫ সংক্রান্তে সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসানী 1) মোঃ ইকবাল হোসাইন, পিতা- মরহুম নূর আহাম্মদ, সাং- এশিয়ান প্রোডাক্টস, নজির আহাম্মদ রেড বাই লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। পরবর্তীতে ০২। অর্থঋণ জারী মামলা নং- ৯৯৮/২৫ সংক্রান্তে সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী 2) মোঃ জয়নাল আনেদীন, পিতা- কাশেম আলী, সাং- ১১৩, ইকবাল রোড, ফিশারীঘাট, চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট
চট্টগ্রাম সিটি সংবাদদাতা 




















