রবিবার (০৯/১১/২০২৫)ইং দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং বিকেএসপি পরিচালিত তরুণদের জন্য মৌলিক আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ঢাকা বিকেএসপির প্রথম ব্যাচের উদ্বোধন করে প্রকল্পটির উদ্বোধন করেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিকেএসপির সকল কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
তরুণদের জন্য প্রাথমিক আত্মরক্ষা প্রশিক্ষণ মূলত জুডো, কারাতে, তায়কোয়ান্দো এবং শুটিং (এয়ারগান) এর উপর জোর দেওয়া হবে। এই প্রশিক্ষণের লক্ষ্য হলো আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য, শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, শারীরিক সুস্থতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব ফেলা। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নির্বাচিতদের ভিত্তিতে, মোট ৮,২৫০ জন পুরুষ এবং ৬০০ জন মহিলা, যাদের সকলেই ন্যূনতম এসএসসি পাস, শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং প্রশিক্ষণ গ্রহণে সক্ষম, ১৮-৩৫ বছর বয়সী এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক, ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তিন বছর ধরে ১১৪টি ব্যাচে মোট ৮,৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ১০২টি ব্যাচ পুরুষদের জন্য এবং ১২টি মহিলাদের জন্য। প্রশিক্ষণ চলাকালীন, প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা, খাবার, ট্র্যাকস্যুট, টি-শার্ট, জুতা, প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণ শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
পরিশেষে, মহাপরিচালক এবং প্রধান অতিথি বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@