*ঘটনাস্থল:* ঘোনারপাড়া পুলিশ ক্যাম্প এর আওতাধীন বি/১৫ ব্লকের আরটিএম হাসপাতালের পিছনের পাহাড়ের নিচ থেকে।
*বিবরণ:* অদ্য ০৬/১১/২০২৫ খ্রি., ২১:২০ ঘটিকায় ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর দিকনির্দেশনায় ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জনাব রাহুল পাটওয়ারী বিপিএম, পিপিএম এর নেতৃত্বে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক এফডিএমএন ক্যাম্প-১৯ এলাকায় মাদক ও অস্ত্র-গুলি উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এফডিএমএন ক্যাম্প-১৯ এর বি/১৫ ব্লকস্থ আরটিএম পাহাড়ের নিচে কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বর্ণিত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সু-কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল এফডিএমএন ক্যাম্প-১৯ এর আরটিএম পাহাড়ের নিচে হতে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি একনলা বন্দুক ও ০৪ (চার) রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। উক্ত বিষয়ে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের জিডি নং-১৩৪/২৫, তারিখ: ০৬/১১/২০২৫ খ্রি.।
*উদ্ধার:* পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি একনলা বন্দুক ও ০৪ (চার) রাউন্ড তাজা গুলি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@