বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। দ্রুত নির্বাচন না হলে দেশে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তবে এর আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।
তিনি বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনই জামায়াতের প্রধান দাবি। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ তা সমর্থন করবে বলে আমি বিশ্বাস করি।”
বুধবার (৫ নভেম্বর) সকালে দু’দিনের সাংগঠনিক সফরে তিনি বুধবার সিলেটে আসেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
আমীরে জামায়াত আরও বলেন, “আগামী নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না, তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। এই সমঝোতার স্বার্থে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায়ও পরিবর্তন আসতে পারে।”
ডা. শফিকুর রহমান বলেন, “গত দেড় দশকে দেশে কোনো নির্বাচন হয়নি। এবার হবে তাৎপর্যপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।”
প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আমীরে জামায়াত বলেন, “নানাবিধ কারণে ইসির বেঁধে দেওয়া ৩০ অক্টোবরের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিদেশে আমাদের লাখ লাখ প্রবাসী রয়েছেন। সবাই যাতে ভোটার হতে পারেন, সে কারণেই আমরা ইসিকে অন্তত আরও ১৫ দিন সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছি।”
তিনি আরও বলেন, “প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিকে সবসময় সচল রাখেন। আল্লাহর ইচ্ছায় জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যার আনুপাতিক হারে সরকারে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।”
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, “আওয়ামী লীগই তো নির্বাচন চায় না। তারা গত দেড় দশক সুযোগ পেয়েও প্রকৃত নির্বাচন না করে জোর করে নির্বাচনের নামে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এ দেশের কোটি কোটি তরুণ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। জনগণ আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে মেনে নেবে না।”
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@