৪৮ তম বিসিএস পরীক্ষায় নিয়োগ প্রত্যাশী চিকিৎসক ফোরামের উদ্যোগে গত ২২ অক্টোবর সকাল ১০,৩০ ঘটিকায় ঢাকা জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 
দে-শর অধিকাংশ সরকারি হাসপাতাল গুলোতে ওভারল্যাপিং সমস্যা রয়েছে।  যাহার কোন ব্যবস্থা নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। এতে ভুক্তভোগী হয়ে প্রাইভেট হাসপাতাল থেকে অন্যান্য পর্যায়ে অবহেলিত সাধারণ জনগন। তাদের সমস্যা জনিত সমাধান ও সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসার মান উন্নত করতে ৪৪,৪৫,৪৬,৪৭, তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে
নিয়োগ দেওয়া প্রয়োজন। 
দেশের প্রাপ্তিক পর্যায়ে সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসক সংকট নিরসন এবং ৪৪,৪৫,৪৬,৪৭, তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ওভারল্যাপিং সমস্যার যৌক্তিক সমাধানের লক্ষ্যে ৪৮ তম বিসিএস থেকে ৩১২ জন এর অতিরিক্ত লিখিত ও মৌখিক পরীক্ষায় উওীর্ণ হয়েছেন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে অপেক্ষামান চিকিৎসকদের নিয়োগ দেয়ার দাবি জানান প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার নিকট।
এবিসয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদক্ষেপ অনুযায়ী সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসক এর সংকট ও জনগণের চিকিৎসার সুব্যবস্থা আশা বাদি তারা। দীড় অপেক্ষায় রয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রনালয় এর কর্মকর্তার সিদ্ধান্তের ওপর এই পরীক্ষার্থীদের বিসয়ে কি কোন পদক্ষেপ নিবেন কি। দূত পদক্ষেপ না নিলে পরবর্তী তে মানববন্ধন এর কর্মসূচি চলমান থাকবে এমন তথ্য টি নিশ্চিত করেন নিয়োগ প্রর্থীরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@