দেশের অন্যান্য জেলা গুলির তুলনায় উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে প্রতিবছরই শীত শুরু হয় একটু তাড়াতাড়ি। মৌসুমের শুরুতেই গত ৩ দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দুস্থ ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। এসব মানুষের পাশে দাড়াতে তাদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে এবং ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র সহযোগিতায় শনিবার দুপুরে শহরের ইএসডিও’র শান্তিনগড় শাখায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ঠাকুরগাঁও শাখার এএমডি আব্দুস সালাম, এ ভি পি মোস্তাহারুল ইসলাম, দিনাজপুর ব্রান্স ম্যানেজার মোহাম্মদ সিহাব, ইএসডিও’র এরিয়া ম্যানেজার মুক্তারুল ইসলাম, মেরি বেগম সহ অন্যান্যরা।
উল্লেখ্য, শীতবস্ত্র বিতরণকালে ৪শ দুস্থ ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে প্রত্যেককে বিনামূল্যে একটি করে কম্বল দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@