আজমিরীগঞ্জে মাদক মামলার পরোয়ানাভূক্ত মো. আলমগীর নামে এক আসমিকে গ্রেফতার করেছে পুুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে আজমিরীগঞ্জ থেকে পাহাড়পুরগামী রাস্তার পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। সে পৌর এলাকার শরীফনগর নতুন বাড়ি গ্রামের মো. ছাবু মিয়ার পুত্র।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন শরীফনগর নূতনবাড়িরর বাসিন্দা মো. ছাবু মিয়ার পুত্র ও চিহ্নিত ইয়াবা বিক্রেতা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ অভিযোগে তাকে আটক করতে তার বাড়িতে একাধিকবার অভিযান চালায় সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরই ধারবাহিকতায় গতকাল 
বৃহস্পতিবার বিকালে থানার এসআই সত্যজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকের সহিত জড়িতদের ধরতে একাধিক আস্তানায় অভিযান চালায়। এক পর্যায়ে পাহাড়পুরগামী রাস্তা সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আলমগীর মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। 
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@