আজ মঙ্গলবার ২৮ শে অক্টোবর বিকাল ৪:০০ টায় পিরোজপুর জেলার, মাঠোবাড়ীয়া, পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত একুশে অক্টোবর, মঙ্গলবার নিখোঁজ হয়েছে, ২৩ শে অক্টোবর উপজেলা বহড়াতলা ব্রীজ সংলগ্ন হৃদয়ের (১৭) নামে এক অটোচালক কিশোরের বস্তা বন্দী লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানা পুলিশ। গত মঙ্গলবার একুশে অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিখোঁজ ওই অটো চালকের পরিবার,হৃদয়কে অপহরণের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।হৃদয় উপজেলার হালতা গুলশাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কবুতর খালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান একুশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায়, হৃদয় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতেও সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোন এ কল দেন। এ সময় অপর প্রান্ত থেকে এক ব্যক্তি রিসিভ করে অটোচালক হৃদয়ের মুক্তিপণ দাবি করে। অপহরণের ঘটনায় হৃদয়ের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। লাশ পাওয়ার পরে, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল হালিম জানান, লাশের ময়নাতদন্ত সাপেক্ষে সবকিছু বিস্তারিত বলা যাবে। প্রাথমিকভাবে লাশ উদ্ধার করে মঠবাড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে চারদিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত মঠবাড়িয়া থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে জনসাধারণের মাঝে উৎকণ্ঠা উত্তেজনা বিরাজ করছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন হৃদয়ের বাবা আলমগীর হোসেন ও তার পরিবারবর্গ, সহ এলাকার সর্বস্তরের জনগণ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০