গাজীপুরের শ্রীপুরে এক সিএনজি চালককে মারধর করে অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই মাদকাসক্তের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (২৭ অক্টোবর ২০২৫) দুপুরে ভুক্তভোগী মোঃ রবি (৩০) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, সোমবার দুপুর ৩টার দিকে কেওয়া এলাকা থেকে সিএনজি চালিয়ে মুলাইদ এলাকায় পৌঁছালে স্থানীয় দুই ব্যক্তি— মেস্তফা (৩৫) ও হাদিসও সরদার (৪০)— তার পথরোধ করে নেশা সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা উশৃঙ্খল আচরণ করে এবং এলোপাথাড়ি মারধর করে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে তারা তার সিএনজির সামনের কাচ ভেঙে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে এবং তার কাছ থেকে ১,৫০০ টাকা ও একটি বাটন মোবাইল সেট ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী রবি জানান, বিবাদীদ্বয় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত। ঘটনাটির বিচার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০