ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকার সময় পৌরসভার পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মফিজুর রহমান মুকুল বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান বলেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নবীনগর সদরে বিক্ষোভ মিছিল করে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@