কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপকূলে রাতে গোপন অভিযানে মানবপাচারকারীদের কবল থেকে ২৯ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাচারকারী চক্রের তিন সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতের আঁধারে টেকনাফগামী সড়কের পাশের সৈকত এলাকায় মিয়ানমার হয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র স্থানীয়ভাবে লোকজন জড়ো করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করে এবং পাচারকারীদের তিন সদস্যকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারীরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার উপকূল ব্যবহার করে অবৈধভাবে বিদেশে মানুষ পাচারের সাথে জড়িত। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাতের আঁধারে মেরিন ড্রাইভের নির্জন সৈকতপাড়ে এমন পাচারচক্র প্রায়ই সক্রিয় হয়ে ওঠে। তবে বিজিবির এই অভিযান মানবপাচার রোধে সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@