আনোয়ারা সাব রেজিস্ট্রার জোবাইর  এর সীমাহীন  দুর্নীতির ও অনিয়মের বিরুদ্ধে  আনোয়ারা দলিল লেখক সমিতির লাগাতার কলম বিরতি পালন করছে। 
এই বিষয়ে আনোয়ারা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সি জানান
আনোয়ারা সাব রেজিস্ট্রার
জুবায়ের হোসেনের বেপরোয়া অনিয়ম,  ঘুষ বানিজ্য ও দুর্নীতির কারণে সাধারণ সেবা গ্রহীতা থেকে শুরু করে দলিল লিখকরা এমনকি ঐ অফিসের সকল কর্মচারীরা পর্যন্ত অতিষ্ঠ।
 সাধারণ মানুষের মুখে  মুখে এমন সাব রেজিস্ট্রার আনোয়ারার মানুষ কখনো দেখেনি, ঘুষ ছাড়া কোন দলিলই করেন না, নামের আংশিক ভুল থাকলে প্রত্যয়ন পত্র দেখানোর পর ও গুনতে হয় ৮/১০ হাজার টাকা, দানপত্র, পাওয়ার অব আ্যটর্নি দলিল যে কোন ব্যক্তিকে দেওয়া, নেওয়ার আইনত বিধান থাকলে ও তিনি বিভিন্ন অযুহাতে মোটা অংকের টাকা ছাড়া দলিল রেজিষ্ট্রেশনে অপারগতা প্রকাশ করেন, পাওয়ার মুলে দলিল হস্তান্তর করতে গেলে ও পৃথক পৃথক দলিল রেজিষ্ট্রেশন করতে প্রতি দলিলে আবারও ১০/১৫ হাজার টাকা দাবি করেন, এমনকি ঘুষ ছাড়া তিনি দলিলই ছাড়তে চাই না,সরকারি ফিসের টাকা ও অফিসের রেকর্ডরুমে সরকারি স্টাফ ছাড়া অন্য কারো টাকা নেওয়ার ও প্রবেশ নিষিদ্ধ থাকলেও নিয়ম নীতি না মেনে তিনি ঘুষের টাকার ভাগ দিয়ে  অফিসের দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা ঝাড়ুদার দিয়ে দলিলের বিভিন্ন জাল জালিয়াতি সহ ঘুষের টাকা আদায় করেন, এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধে ২০/১০/২০২৫ইং হয়তে আনোয়ারা  দলিল লেখক সমিতি কলম বিরতি পালন করছে।
যতদিন সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে না ততদিন জনস্বার্থে  আমাদের কর্মসূচি পালন করে যাব।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@