বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই-আগষ্টের আইনশৃঙ্খলা বাহিনী ও ফ্যাসিস্ট আওয়ামী বাহিনীর হামলায় নিহত বিপ্লব হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার করছে না অত্র মামলার আই,ও কাইয়ুম বিপ্লব।
জানা যায়, দায়িত্বপ্রাপ্ত ওসির ঘুষ বানিজ্যে প্রকাশ্যে চলাফেরা করছে আসামীরা।
গত ৫আগষ্টের হামলায় নিহত বিপ্লব মাওনা চৌরাস্তা সংলগ্ন পল্লী বিদ্যুৎ এরিয়ায় একটি কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। তার গ্রামের বাড়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কদমতলিতে।
নিহত বিপ্লব এর পিতা খালেক দীর্ঘ ৬মাস অতিবাহিত হলেও আওয়ামী লীগের কর্মী থাকায় পুত্র হত্যার বিচার চাননি।
পরবর্তীতে গত ১৭জানুয়ারী মানবাধিকার কর্মী লাবু গাজীপুরের শ্রীপুর আদালতে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আদালতে মামলাটি আমলে নিয়ে শ্রীপুর থানার ওসিরকে এফ,আই,আর এর নির্দেশ দেন।
এ মামলায় বাদী হওয়ার পর মানবাধিকার কর্মী লাবুকে আওয়ামী-জাপা বাহিনী গত ২৮জানুয়ারী রাতে অপহরণ করে হাত-পা বেঁধে ও ভেঙ্গে মৃত ভেবে মির্জাপুর ু্উপজেলার জামুর্কী মহাসড়কে ফেলে রেখে যায়।
বাদী লাবু জানান, বিপ্লব হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে, তারা উপরের মহলের দোহাই দিয়ে আসামিদের কাছ থেকে সুবিধা ভোগ করে তাদের গ্রেফতার করছেনা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@