সাভার চামড়া শিল্পনগরীর ঢাকা হাইড এন্ড স্কিনস লিঃ-এর শ্রমিকরা শনিবার কারখানার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন। শ্রমিকরা ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া প্রায় ৬০ লাখ টাকা, ইনক্রিমেন্ট বকেয়া ভাতা, মেডিক্যাল ছুটি সহ মোট ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
শ্রমিকরা জানান, আমরা বাধ্য হয়ে আমাদের ন্যায্য ১০ দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।
শ্রমিকদের দাবিগুলোতে রয়েছে, হাজারীবাগ থেকে ছুটির খাতা হেমায়েতপুরে আনা, ইনক্রিমেন্ট বকেয়া ভাতা, শরিফুল ইসলামের মেডিক্যাল ছুটির টাকা, ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া, রেদোয়ানের পূর্ণাঙ্গ হিসাব, রফিকুল ইসলামের চেকের টাকা, সার্ভিস বুকের ফটোকপি, কারখানার পরিচয়পত্র, মালেকের সাত দিনের হাজিরা, চুক্তি অনুযায়ী প্রতিদিন শ্রমিকের ১৬ টাকা নাস্তার বিল।
শ্রমিকরা দাবি করেছেন, এসব দাবির বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা উৎপাদন বন্ধ থাকবে। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@