আশুলিয়ার জিরানী বাজার স্ট্যান্ডে যানজট, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম নিরসনের লক্ষে সাংবাদিক, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, অটোচালক সহ সুশীল সমাজের মানুষের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড সদস্য মান্নান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুল হাসান অধ্যক্ষ কোনাপাড়া দারুল উলুম আলিম মাদ্রাসা, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক মোবারক হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক হাজী আব্দুল মালেক, এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলসহ শিমুলিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়ার্ড সদস্যগণ, যুবক, ছাত্র, ব্যবসায়ী, আলেম সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
সভায় বক্তারা বলেন, যানজটের কারণে শুধু রাস্তার চলাচল ব্যাহত হয় না, স্কুলগামী শিশু, অসুস্থ রোগী, কর্মজীবী মানুষ, সবাই ভোগান্তির শিকার হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে। এ সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, এই জিরানী অঞ্চলে যানজট, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আজ থেকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@