পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিবিসি বাংলায় প্রচারিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনের আয়োজন করা হয়। শনিবার (১১ অক্টোবর) রাতে অষ্টমনিষা বাজারে প্রজেক্টরের মাধ্যমে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
স্থানীয় শতাধিক মানুষ এ আয়োজনে অংশ নেন এবং মনোযোগ সহকারে সাক্ষাৎকারটি দেখেন। এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যায়। কেউ কেউ জানান, টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ না পেয়ে মাঠে বসেই সাক্ষাৎকারটি উপভোগ করেছেন তারা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ গাজী ও সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। তাদের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ গাজী বলেন, “দেশনায়ক তারেক রহমানের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তরুণ প্রজন্ম এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে নতুন করে অনুপ্রাণিত হয়েছে।”
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে নেতৃত্বের প্রতি আগ্রহী করে তুলবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার জসিম, সহ-সম্পাদক মোসাম্মৎ সাথী আক্তার, নির্বাহী সম্পাদক, সরকার জামাল, ব্যবস্থাপনা সম্পাদক, মাহফুজুর রহমান দীপ্ত, অতিরিক্ত মফস্বল, সম্পাদক জসীমউদ্দীন রাজিব বার্তা সম্পাদক মোঃ ফোরকান কাজী
বার্তা ও বাণিজ্যক কার্যালয় : ৪৩, হাটখোলা রোড চৌধুরী মল), টিকাটুলী, ঢাকা-১২০৩
সম্পাদকীয় কার্যালয় :১৯০,সি জামে মসজিদ রোড ফকিরাপুল মতিঝিল ঢাকা -১০০০
ইমেইলঃ-D[email protected]
© SomoyerKonthaNewspaper@